ব্রেকিং নিউজ
রাসুল (সা.) দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য যে দোয়া পড়তেন বিদায়ী শ্রেষ্ট শিক্ষিকা লিপিকা দস্তিদারের অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান ছেলে পর এবার কন্যা সন্তানের মা হলেন পরীমনি পাইকগাছা শাখার বাস মালিক সমিতি'র আহবায়ক কমিটি গঠন ঢাকায় মেট্রো স্টেশনের টয়লেট ব্যবহারে গুনতে হবে টাকা দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, পুরুষ মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
×

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩/৩/২০২৪, ৩:৪৮:৩৫ PM

আবারও পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে ভারত

সাধারণ নির্বাচনের আগে পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার (২৩ মার্চ) বিকেলে এ ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।আজ শনিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাধারণ নির্বাচনের আগে ভারতীয় কর্তৃপক্ষের নেওয়া এমন পদক্ষেপ বিদেশি বাজারে পেঁয়াজের দাম আরও বাড়িয়ে দেবে।

সাধারণ নির্বাচনের আগে পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার (২৩ মার্চ) বিকেলে এ ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।আজ শনিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাধারণ নির্বাচনের আগে ভারতীয় কর্তৃপক্ষের নেওয়া এমন পদক্ষেপ বিদেশি বাজারে পেঁয়াজের দাম আরও বাড়িয়ে দেবে।

ভারত বিশ্বের সবচেয়ে বড় সবজি রপ্তানিকারক দেশ। ডিসেম্বরে পেঁয়াজের ওপর দেশটির আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। এ নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেওয়া হবে বলে আশা করেছিলেন ব্যবসায়ীরা। তবে সেটি এখন আর হচ্ছে না।
রয়টার্স জানিয়েছে, রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম অর্ধেকেরও বেশি কমে গেছে। এ ছাড়া চলতি মৌসুমের ফসলও বাজারে চলে এসেছে।

শুক্রবার বিকেলে জারি করা এক আদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একটি রপ্তানি সংস্থার কর্মকর্তা বলেন, ‘নতুন মৌসুমের ফসলের সরবরাহ বাড়ছে। এমন অবস্থার মধ্যে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো আশ্চর্যজনক এবং একেবারেই অপ্রয়োজনীয়।’

খবরে বলা হয়েছে, ভারতের সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রে গত ডিসেম্বরে ১০০ কেজি পেঁয়াজের দাম ছিল ৪৫০০ রুপি। তবে সেটি এখন কমে ১২০০ রুপিতে নেমে এসেছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন নির্বাচনে টানা তৃতীয় মেয়াদের জন্য জিততে চাইছেন। আগামী ১৯ এপ্রিল ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি চলবে প্রায় সাত সপ্তাহ ধরে।

বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ পেঁয়াজের সরবরাত নিশ্চিত করতে ভারত থেকে আমদানি করে। এই নিষেধাজ্ঞার কারণে এসব দেশে পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে গেছে।ব্যবসায়ীদের ধারণা, এই নিষেধাজ্ঞার কারণে অন্য দেশগুলো থেকে পেঁয়াজ আমদানি করবে এসব দেশ। এতে ভারতেরই প্রকৃতপক্ষে ক্ষতি হবে। ২০২৩ সালের ৩১ মার্চ অর্থ বছরে ভারত রেকর্ড ২৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করে।